কারণ দর্শানো ছাড়াই দুদকের কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে : আপিল বিভাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কোনো কারণ দর্শানো ছাড়াই দুদকের যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। সেক্ষেত্রে শরীফ চাকরি ফেরত পাবে না। শরীফকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে হাইকোর্টে রিট করেন শরীফ।
আজ দুদক আইনের ৫৪ ধারার বৈধতা নিয়ে রায়ের দিন ধার্য ছিলো। রায়ের শুরুতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বিভাগ দুদক আইনের ৫৪ ধারাকে বৈধ বলে রায় দেন। ফলে যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে দুদক নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে। এ রায়ের সাথে সাথে চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় শরীফের। আপিল বিভাগ থেকে বের হয়ে কথা বলতে চাননি তিনি। এর আগে ৫৪-এর ২ বিধি অনুসারে মোহাম্মদ আহসান আলী নামে দুদকের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনিও এ বিধির বৈধতা নিয়ে রিট করেন।