জাকিয়া বারী মম’র এক সাফল্যমণ্ডিত যাত্রা!
- আপডেট সময় : ০৫:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
যারা টুকটাক বিনোদন ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন তাদের কাছে অভিনেত্রী জাকিয়া বারী মমকে নতুন করে চেনানো বা তাকে নিয়ে নতুন করে কিছু বলা বা লেখার কোন প্রয়োজনীয়তা নাই। এই সময়ে এসেও আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো যেকয়জন শক্তিশালী অভিনেত্রী আছেন তাদের লিস্টে মম’র থাকবে উপরের দিকে। সম্প্রতি রিলিজ পাওয়া খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ সিনেমায় অপর্ণা সেন চরিত্রে আলোচনা এবং প্রশংসা কুড়ানো মমকে নিয়েই এই ফিচার।
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে অভিনেত্রী মম’র যাত্রা শুরু হয়েছিলো। প্রথম চলচ্চিত্রে জরি চরিত্রে অসাধারণ অভিনয় দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রীতিমতো চমকে দেয়া মম দেখতে দেখতে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে পার করছেন ১৬ টি বছর। একটানা কাজ করে যাচ্ছেন টেলিভিশন, ওটিটি এবং ভালো গল্পের সিনেমায়। একজন অভিনেত্রী হিসেবে এই ধারাবাহিকতা বজায় রাখাও বিশাল প্রাপ্তি।
সম্প্রতি খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ সিনেমায় ভারতের একজন ডাক্তার যে কিনা আমাদের মুক্তিযুদ্ধে আরো অনেক পেশার মানুষের মতো নিজের জায়গা থেকে প্রতিবেশী দেশকে স্বাধীন করার লক্ষ্য চিকিৎসা সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন এমন একটি চরিত্রে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিলেন জাকিয়া বারী মম। অপর্ণা সেন চরিত্রে মম’র অভিনয় এতোটাই সাবলীল ভাবে উপস্থাপন করা হয়েছে যা সাতজন মুক্তিযোদ্ধার মাঝেও তাকে আলাদা এক স্বতন্ত্রতা এনে দিয়েছে। সাধারণত আমাদের দেশের মুক্তিযুদ্ধের সিনেমায় যেভাবে নারীদের দেখানো হয় সেই ধারা থেকে বের হয়ে জাকিয়া বারী মম’র চরিত্রটি এক অন্যরকম ভিন্নতা এনে দিয়েছে দর্শকদের কাছে।
মুক্তিযোদ্ধাদের প্রতি অপর্ণা সেন হিসেবে তার মায়া মমতা যেমন দেখা গিয়েছে এই সিনেমায় তেমনি পাকিস্তানি হানাদারদের হাতে ধরা পড়ার পরেও শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করেও মনোবল না হারানো এক সাহসী নারী হিসেবে মম’র অভিনয় চোখে যেমন শান্তি দিয়েছে তেমনি তার বেশকিছু সংলাপ কানেও এনে দিয়েছে প্রশান্তি। সিকোয়েন্সের সাথে মিল রেখে তার অভিনয়, এক্সপ্রেশন, লুক, সংলাপ ডেলিভারি সবকিছুই ছিলো অসাধারণ। মম প্রমান করলেন তিনি কেনো ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে একটা পাকাপোক্ত জায়গায় রয়েছেন দীর্ঘ সময় ধরে।
ক্যারিয়ারে ‘দারুচিনি দ্বীপ’র মতো উপন্যাস ভিত্তিক সিনেমা যেমন করেছেন মম, তেমনি কখনো দুই বোনের গল্পের ‘আলতাবানু’ আবার কখনো দুইটা সময়ের গল্পের ‘স্ফুলিঙ্গ’ সিনেমাতেও আলো ছড়িয়েছেন। ‘ছুঁয়ে দিলে মন’ এর মতো রোমান্টিক সিনেমায় যেমন দেখা দিয়েছেন মম তেমনি ‘দহন’, ‘স্বপ্নের ঘর’ এবং ‘আগামীকাল’ এর মতো ভিন্নধর্মী গল্পের সিনেমাতেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন।