পশ্চিমে ব্যাংক খাতে অস্থিরতা বাড়ছে
- আপডেট সময় : ০১:২৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পশ্চিমে ব্যাংক খাতে অস্থিরতা বাড়ছে। এবার সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসকে ইউবিএস এজির সঙ্গে একীভূত হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ ব্যাপারে নিজেদের মতামত এখনো জানায়নি ক্রেডিট সুইস কর্তৃপক্ষ।
আবার ব্যাংক দুটিকে একীভূত হতে বাধ্য করার মতো ক্ষমতাও নেই কেন্দ্রীয় ব্যাংকের হাতে। ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ এ সপ্তাহে পৃথক বৈঠক করবে বলেও জানা গেছে। আগামী দুই দিনের সাপ্তাহিক ছুটিরর মধ্যে ক্রেডিট সুইসকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পাওয়ার খবরে ক্রেডিট সুইসের শেয়ারদর বৃহস্পতিবার বাড়লেও শুক্রবার আবার তা কমে গেছে। সামগ্রিকভাবে ব্যাংক শেয়ারের দর পতন অব্যাহত আছে। গেলো সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস তারল্য বাড়াতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নেয়। যুক্তরাষ্ট্রের তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংক বন্ধ হওয়ার পর সুইজারল্যান্ডের শক্তিশালী ব্যাংক দুটিতে আর্থিক ঝামেলা শুরু হয়।