ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯জনে দাঁড়িয়েছে
- আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
শিবচর উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। সকাল সোয়া ৮টার দিকে কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৪টায় খুলনা থেকে রওনা দেয় ঢাকাগামী ‘ইমাদ’ পরিবহনের একটি বাস। পথে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা নিহতদের মধ্যে দুই জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরও ৪ জন মারা যায়। চালক ও ২ হেলপারসহ বাসটিতে মোট ৪৩ জন ছিলেন।বেপরোয়া চালকের কারণে মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনার পর পরিদর্শনে গিয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ কথা জানান।