গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আত্মমর্যাদা নিয়ে প্রজন্মের পর প্রজন্ম যেনো মাথা উঁচু করে দেশকে এগিয়ে নিতে পারে, সেলক্ষ্যে কাজ করছে সরকার। স্বাধীনতা পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ণের নেপথ্যে রয়েছে গণতন্ত্রের ধারাবাহিকতা। ‘৭৫-এর ১৫ আগস্টের পর দেশজুড়ে গুম খুনের রাজনীতি শুরুর পাশাপাশির মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
জাতীয় সঙ্গীতের সূরের মূর্ছনায় রাজধানীর ওসামনী স্মৃতি মিলনায়তনে শুরু হয় স্বাধীনতা পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠান। সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রী পরিষদ বিভাগ।
৫৩তম স্বাধীন দিবসের উষালগ্নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদ সদস্য, তিন বাহিনী প্রধানসহ সরকারের শীর্ষ ও গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল সামসুল আলমসহ ৯ বিশিষ্টজনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী । আর জনসেবায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেয়া হয় সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সন্মাননা।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর কেড়ে নেয়া হয় মানুষের কথা বলার অধিকার।
আওয়ামী লীগ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে সরকার প্রধান বলেন গণতন্ত্রের ধারবাহিকতার কারণেই এগিয়ে যাচ্ছে দেশ।
তিনি বলেন দেশের উন্নয়নের নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সরকারের নিরলস প্রচেষ্টা
সবশেষ পদক প্রাপ্ত অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করবে।