আদালতের নিষেধাজ্ঞা ভেঙে রাজশাহীতে চলছে সংরক্ষিত পুকুর ভরাট
- আপডেট সময় : ০২:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
আদালতের নিষেধাজ্ঞা ভেঙে রাজশাহীতে চলছে সংরক্ষিত পুকুর ভরাট। প্রভাবশালীরা বাণিজ্যিক উদ্দেশে একের পর এক বড় বড় পুকুর ভরাট করছে। অথচ মহানগরীতে ৯৫২টি পুকুর সংরক্ষণে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশনা কানে তোলেনি কেউই। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
রাজশাহী মহানগরীর সপুরা এলাকার সুখান দীঘি। ব্রিটিশ আমলে এই দীঘিতে এখনো থইথই করছে পানি। আয়তন প্রায় ১০বিঘা। এক সময় এলাকার মানুষের পানির প্রধান উৎস ছিল এই দীঘি। ২০২২ সালের ৮ আগস্ট এক রিটের পরিপ্রেক্ষিতে মহানগরীর ৯৫২টি পুকুর-দীঘি সংরক্ষণে নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু আদালতের এই নির্দেশনা কানে তোলেনি সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এই সুযোগে আবারো থাবা বসিয়েছে ভূমিদস্যুরা। এরইমধ্যে দীঘির বেশকিছু অংশ ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, মহানগরীর সংরক্ষিত পুকুরের তালিকায় রয়েছে সুখান দীঘিও। তবে সিটি কর্পোরেশনের প্রস্তাবিত প্রকল্পটি এখনো মন্ত্রণালয় থেকে অনুমোদন না হওয়ায় স্থানীয় প্রভাবশালীদের কবল থেকে রক্ষা করা যাচ্ছেনা দীঘি।
আদালতের নির্দেশনা অনুযায়ী মহানগরীর পুকুরগুলো সংরক্ষণে কী উদ্যোগ নেয়া হয়েছে জানতে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তার দেখা মেলে নি।
জেলা প্রশাসক জানিয়েছেন, দীঘি ভরাটের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযুক্তদের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি।