গাছের সাথে ধাক্কা লেগে বাস খাদে পড়ে ২ জন নিহত
- আপডেট সময় : ০২:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে বিআরটিসির বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।
সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল-পাথরঘাটা সড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী হাসান ও একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মাগুরা শালিখায় ট্রাকের চাকায় পিষ্ট দুইমোটর সাইকেল আরোহী মারা গেছেন। পুলিশ জানায়, নিহত সাহাবুর রহমান ও শাকিব আহমেদ আড়পাড়া বাজার থেকে মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বালু বোঝাই একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পিছনে থাকা বালু বোঝাই ট্রাক দু’জনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।
মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় আরও এক মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে তিনি গাজীপুরের টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে শিবচর থেকে রওনা হন। পথে শিবচরের শেখপুরে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।