ইউরো বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স
- আপডেট সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ইউরো বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। নেদারল্যান্ডসকে ৪-০ গোলে বিদ্ধস্ত করেছে ফরাসিরা। দলের জয়ে দুটি গোল করেছে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এদিকে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। এছাড়া রবার্ট লেভানডভস্কির পোল্যান্ডকে রুখে দিয়েছে চেক প্রজাতন্ত্র। পোলিশদের ৩-১ গোলে হারিয়েছে তারা ।
অধিনায়ক হিসেবে মাঠে নেমে বাজিমাত করলেন কিলিয়ান এমবাপ্পে। হুগো লরিসের জায়গায় অভিষিক্ত হওয়া এমবাপ্পে প্রথম ম্যাচেই দুই গোল করে ম্যাচ জিতিয়েছেন দলকে।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমনাত্নক ফ্রান্স। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এমবাপ্পে-গ্রীজম্যান যাদুতে লিড পায় দুই-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৬ মিনিট পরেই ডাচ গোলরক্ষকের ব্যার্থতায় ব্যবধান দিগুন করেন ফরাসি ডিফেন্ডার দায়োট ওপামেকানো। আর ম্যাচের ২০ মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে ফিনিশিং ব্যর্থতায় বার বার গোলবঞ্চিত হয় দু-দলই।
নির্ধারিত সময়ের খেলা ২ মিনিট বাকি থাকতে দারুন এক গোলে দলের বড় জয় নিশ্চিত করে কিলিয়ান এমবাপ্পে।