মার্কিন রাজ্য মিসিসিপি আরও একগুচ্ছ টর্নেডোর মুখোমুখি হতে চলেছে
- আপডেট সময় : ০২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মার্কিন রাজ্য মিসিসিপি আরও একগুচ্ছ টর্নেডোর মুখোমুখি হতে চলেছে। জাতীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে এই সতর্কতা জারি করেন গভর্নর তাতে রিভস। প্রেসিডেন্ট জো বাইডেন মিসিসিপিতে পুনরুদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
শনিবার ভোররাতে প্রলয়ংকরী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মিসিসিপি এবং প্রতিবেশি রাজ্য অ্যালাবামা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২৭৪ কিলোমিটার এলাকা। এ দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এদিকে, এ দুর্যোগের ফলে গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশ’ বাসিন্দা। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি খাবার, ওষুধ ও পানির যোগান দিচ্ছে প্রশাসন। গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এখনও বিদ্যুৎহীন ২০ হাজারের বেশি গ্রাহক। গভর্নরের আশঙ্কা, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হানবে আরও কিছু টর্নেডো। সেটির প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। প্রাণহানি এড়াতে বহাল রয়েছে জরুরি অবস্থা।