বন্দরনগরী চট্টগ্রামে নতুন মাস্টারপ্ল্যন তৈরী করছে সিডিএ
- আপডেট সময় : ০১:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
বন্দরনগরীকে সম্প্রসারণে ২৮ বছর পর আবারো মাস্টারপ্ল্যান তৈরী করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ। মিরসরাই ইকোনোমিক জোন থেকে শুরু করে রাউজান রাঙ্গুনিয়া হয়ে পটিয়া পর্যন্ত শহরকে সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি। সিডিএ বলছে, প্রকৃতপক্ষে ওয়ান সিটি টু টাউন মডেলকে প্রাধান্য দিয়ে নতুন এই মাস্টারপ্লানটি তৈরীর কাজ চলছে। আর নগরবিদরা বলছেন, ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যানের ১০ শতাংশও বাস্তবায়ন হয়নি। সেই বাস্তবতাকে বিবেচনায় না নিলে নতুন কর্মকৌশল শুধু কাগুজে ড্রয়িং হিসেবেই ফাইলবন্দী হয়ে থাকবে।
বন্দর নগরী চট্টগ্রামের দক্ষিণে বঙ্গোপোসাগর আর উত্তরে বনাঞ্চলে ঘেরা পাহাড়। মাঝখানে মাত্র ১১শো বর্গকিলোমিটার আয়োতনের দেশের সবচেয়ে গুরুত্বপুর্ণ বাণিজ্যিক নগরীর অবস্থান। ২৮ বছর পর এই নগরীকে ঘিরে তৈরী হচ্ছে নতুন মাস্টারপ্লান। যা তৈরী করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
প্রতিষ্ঠানটির দাবি, গত ১০ বছর ধরে অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে চট্টগ্রামে। অদুর ভবিষ্যতে আরো অনেক গুরুত্বপুর্ণ প্রকল্প বাস্তবায়িত হবে এই বন্দর নগরীকে ঘিরে। [ফুটেজ-২] তাই দীর্ঘমেয়াদী চিন্তাকে প্রাধন্য দিয়ে নতুন এই মাস্টারপ্লান বাস্তবায়ন করা হচ্ছে।
নগরবিদরা বলছেন, একটি পরিকল্পিত নগরীর জন্য মাস্টারপ্লানের বিকল্প নেই। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবপক্ষের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন যোগ্য মাস্টারপ্লান তৈরীর পরামর্শ তাদের।
মাস্টারপ্লান বাস্তবায়নের সাথে জড়িতরা বলছেন, সব স্টেকহোল্ডার, সরকারি বেসরকারী প্রতিষ্ঠান এমনকি নগরবাসীরও চিন্তার প্রতিফলন ঘটবে নতুন এই মাস্টারপ্লানে।
মিরসরাই থেকে শুরু করে সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফূলী, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারি উপজেলার একাংশকে নগরীর অংশ হিসেবে বেছে নেয়া হয়েছে নতুন এই মাস্টারপ্লানে