ইকুয়েডরে ভূমিধসে সাতজন নিহত, নিখোঁজ ৬২
- আপডেট সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে রোববার রাতে ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন৷ এখনো নিখোঁজ আছেন ৬২ জন৷
রাজধানী কিটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের আলাউসি এলাকায় ভূমিধসে ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়৷ ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে৷ পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধারকাজে সহায়তা করছে৷
প্রেসিডেন্ট গিলিয়ার্মো লাস্সো সোমবার রাতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন৷
চারদিক সবুজ পাহাড়ে ঘেরা আলাউসিতে প্রায় ৪৫ হাজার মানুষ বাস করেন৷ ভূমিধসে কয়েকটি সরকারি ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বন্ধ হয়ে গেছে তিনটি স্কুল৷
বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারি বৃষ্টিপাত হচ্ছে৷ এতে ভূমিধস, বন্যাসহ প্রায় এক হাজার বিপজ্জনক ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়৷
ফেব্রুয়ারিতে আরও কয়েক জায়গায় ভূমিধসের পর আলাউসি এলাকায় হলুদ এলার্ট জারি করা হয়েছিল৷
রোববারের ভূমিধসের এক সপ্তাহেরও বেশি সময় আগে ইকুয়েডর-পেরু সীমান্তে সাড়ে ছয় মাত্রার ভূমিকম্প হয়েছিল৷ এতে ১৫ জন নিহত হন৷ ভূমিকম্পের কারণে ২২টি ভূমিধসের ঘটনা ঘটেছিল৷
ভূমিকম্পের পর সরকার ২৪ রাজ্যের মধ্যে ১৩টিতে দুই মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে৷
ইকুয়েডরের আন্দিজ পর্বতমালা এলাকায় অক্টোবর থেকে মে পর্যন্ত বর্ষা মৌসুম চলতে পারে৷
ডয়চে ভেলে