যাত্রা শুরু হলো হাভালের নতুন দুই ফ্যাশনেবল গাড়ির
- আপডেট সময় : ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ সহ বিদেশের নানা অঞ্চলে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন রকব্যান্ড মাইলসের সদস্যরা। কনসার্টের পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজে ব্যাস্ত সময় কাটাচ্ছেন ব্যান্ডটির সদস্যরা। বিশ্বখ্যাত গাড়ি নির্মান প্রতিষ্ঠান হাভালের ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে যুক্ত হলো মাইলস। এরই ধারাবাহিকতায় মাইলসের হাত ধরে প্রথমবারের মত বাংলাদেশে যাত্রা শুরু হলো হাভালের দুই ফ্যাশনেবল নতুন গাড়ির।
সম্প্রতি ঢাকা মোটর শোতে হাভালের H6 HEV & Jolion এইচইভি মডেলের দুটো পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন করেন এই রক তারকারা। বর্ণীল এই আয়োজনে উপস্থিত ছিলেন মাইলসের ভোকাল ও গিটার বাদক হামিন আহমেদ। কিবোর্ডিস্ট মানাম আহমেদ, গিটারিস্ট জুয়েল ও ড্রামার তুর্য।
এসময় হাভালের এসব নিউ এনার্জি সিস্টেমের গাড়ি মাইলসের মতই দীর্ঘপথ পারি দেবে বলেই আশাবাদ জানান শিল্পী হামিন আহমেন। তিনি বলেন বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় এখন সময়ের দাবি। তাই এই ধরনের গাড়ি যেমন জ্বালানি সাশ্রয়ী তেমনি পরিবেশ বান্ধবও৷ সেকারণেই হাভালের সাথে যুক্ত হওয়া।
অন্যদিকে মাইলসকে হাভালের ব্র্যান্ড এম্বাসেডর করার কারণ জানাতে এইছ অটোসের সিইও আজহারুল ইসলাম জানান বাংলাদেশের প্রেক্ষাপটে মাইলস একটি লিজেন্ডারি ব্যান্ড। সেইসাথে বৈশ্বিক প্রেক্ষাপটে হাভালও একটি লিজেন্ডারি প্রতিষ্ঠান।
তাই দুইটি লিজেন্ডারি ব্র্যান্ডকে সংযুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ। ফ্যাশনেবল, অত্যাধুনিক নির্মানশৈলী আর মজবুত নিরাপত্তা ব্যাবস্থা সম্পন্ন এই দুই নিউ এনার্জি ভেইকেল চলবে পেট্রোল ডিজেল কিংবা গ্যাস ছাড়াই। ইলেকট্রনিক ব্যাটারিতে একবার চার্জ দিলে এসব গাড়ি পারি দিতে পারে অন্তত ষাট মইল।
জমকালো উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করে দর্শনার্থীদের মাতিয়ে রাখেন তরুন সংগীত শিল্পীরা। গিটার, বেহালা আর কাহনের সুর ছন্দে মেতে ওঠে পুরো মিলনায়তন।
সেইসাথে হাভালের এই দুই নতুন গাড়ির সাথে ভিন্নধর্মী এক র্যাম্পশোতে অংশ নেন শুভ্রবসনা মডেলরা। দেশের তরুন র্যাম্পমডেলরা ক্যাটওয়াকের ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
সেইসাথে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক গাড়ি নির্মান প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বাসাডর হলেন বাংলাদেশী কোন গাড়ি নির্মান প্রতিষ্ঠান। এধরণের উদ্যোগ দেশের রকসংগীত শিল্পীদের প্রেরণা যোগাবে বলেও ভাবছেন আয়োজকরা।