৩৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রাঙামাটি পর্যটন কেন্দ্রে
- আপডেট সময় : ০২:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
৩৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পর্যটন কর্পোরেশনের রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে। দিন দিন আকর্ষণ হারাচ্ছে স্পটটি। এ কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুলন্ত সেতু সংস্কারের পাশাপাশি পর্যটন হলিডে কমপ্লেক্সের উন্নয়নের দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।
রাঙামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশি ও নৈসর্গিক সবুজ পাহাড় পর্যটকদের মূল আকর্ষণ। এখানকার ঝুলন্ত সেতু দেশি বিদেশী পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু। এ সেতুকে ঘিরে গড়ে উঠে পর্যটন হলিডে কমপ্লেক্স। কিন্তু সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এরই মধ্যে সেতুর কাঠের পাটাতনগুলো নড়েবড়ে হয়ে উঠেছে।
পর্যটন হলিডে কমপ্লেক্সে ঝুলন্ত সেতু ছাড়াও রয়েছে পর্যটন পার্ক, পর্যটন মোটেল। যেখানে পরিকল্পিত কোন উন্নয়ন করা হয়নি এমন অভিযোগ পর্যটকদের।
তবে ঝুলন্ত সেতুটি সংস্কার ও পর্যটন কমপ্লেক্সটি আধুনিকায়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক।
পর্যটন কৃর্তপক্ষ রাঙামাটির ঝুলন্ত সেতু ও পর্যটন কমপ্লেক্সকে আরো আধুনিকায়ন করলে জেলায় পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।