সরকারি হাসপাতালে নির্ধারিত ফি’র বিনিময়ে বিকেলে রোগী দেখতেন পারবেন চিকিৎসকরা
- আপডেট সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সরকারি হাসপাতালে নির্ধারিত ফি’র বিনিময়ে বিকেলে রোগী দেখতেন পারবেন চিকিৎসকরা। প্রথম পর্যায়ে সাভারসহ ৩৯টি উপজেলা হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় তিনি জানান, প্রাইভেটের তুলনায় অনেক কম খরচে সরকারি হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসা পাবেন সাধারণ রোগীরা। দেশে প্রতি একহাজার রোগীর চিকিৎসায় রেজিস্টার্ড চিকিৎসক রয়েছেন মাত্র একজন।
এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে যখন উপচে পড়া ভীড় তখন খরচ বেশী হবে জেনেও প্রাইভেট হাসপাতালের দিকে ঝুঁকছেন অধিকাংশ রোগী। আর চিকিৎসকরাও উদগ্রীব থাকেন প্রাইভেট প্র্যাকটিসের জন্য।
এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে নির্ধারিত ফ্রির বিনিময়ে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু করেছে সরকার। সচিবালয়ে উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছরই সব সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালু হবে।
বৈকালিক চিকিৎসায় একজন অধ্যাপক দেখাতে রোগীকে গুনতে হবে ৫শ টাকা, সহযোগী অধ্যাপক হলে ৪শ, জুনিয়র কনসালটেন্ট ৩শ এবং এমবিবিএস বা সমমান ২শ টাকা। পাশাপাশি রোগ নির্নয়ের বিভিন্ন টেস্ট ও অপারেশন খরচও কম হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
কোন ক্রম অনুসারে সাভারসহ ৩৯টি উপজেলা হাসপাতালেকে এই পাইলট প্রকল্পের জন্য বাছাই করা হয়েছে, এমন প্রশ্নের জবাবও দেন জাহিদ মালেক।