স্বস্তি নেই রমজানে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে
- আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
রমজানে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই। বেশির ভাগ পণ্যেরই দাম চড়া। রোজার শুরুর আগেই বেড়েছে লেবুর দাম। এখনও মানভেদে লেবুর হালি ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত। দোকানীরা বাড়তি দর হাঁকছেন শশা, বেগুনেও। অন্যদিকে চিনি আমদানিতে সরকারের শুল্ক ছাড়ের প্রভাব নেই বাজারে। শুল্ক কমানোর পরও সরকারি হিসেবে চিনির দাম আরো ২ শতাংশ বেড়েছে। তবে সরকারি সংস্থার তদারকিতে ৪০ টাকা পর্যন্ত কমে আবারো বাড়ছে ব্রয়লার মুরগীর দাম।
রমজানেও বাজারে সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট। রমজান শুরু হওয়ার আগে থেকেই বাজারে সবকিছুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ হারে।
গেলো বছর রমজানে ছোলা বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকায়। এবছর রোজার শুরুতে ৮০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের দামও।
বাজারে এখনো চলছে চিনি নিয়ে নয়ছয়। সাত মাসে চিনির দাম ৪ দফা বেঁধে দিয়েও লাগাম টানতে পারে নি সরকার৷
স্বস্তি নেই মাছের বাজারে। চাষকরা রুই কাতলের কেজি প্রতি দর হাঁকা হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত।
ব্রয়লার নিয়ে তেলেসমাতি কিছুটা কমেছে। সরকারি সংস্থাগুলোর তদারকিতে কেজি প্রতি ৪০ টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে এখন ২১০ টাকা।
সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে শশা ও বেগুনের দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। মানভেদে লেবু কিনতে হচ্ছে হালি প্রতি ১০০ টাকা।
এদিকে নিত্যেপণ্য দাম ঠিক রাখতে বাজার তদারকিতে ছিলো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর
ক্রয়মূল্য থেকে বেশি মুনাফা অর্জন করলে জরিমানা সহ আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তা।
গেলো বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। তার জেরে নিত্যপণ্যসহ প্রতিটি জিনিষ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।