পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় বায়তুল মোকাররমে লাখো ধর্মপ্রাণ মুসলমান
- আপডেট সময় : ০৮:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসলমান।
হিংসা-বিদ্বেষ ভুলে, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় তারা বিশেষ মোনাজাতে শরীক হন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা জানান, দোয়া-মোনাজাতে তারা জঙ্গী, সন্ত্রাসমুক্ত উন্নত সমাজ গঠনে আল্লাহর রহমত কামনা করেন।
পবিত্র রমজানের দ্বিতীয় জুমার নামাজে অংশ নিতে রাজধানী বিভিন্ন এলাকা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রাণ মুসলমানদের।
নির্ধারিত সময়ের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। হাজারও মানুষ জায়নামাজ বিছিয়ে স্থান নেন মসজিদের সিড়ি ও চারপাশের আঙ্গিনায়। রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বিশেষ খুতবা পাঠ করেন জাতীয় মসজিদের পেশ ইমাম।
লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। নামাজ শেষে, দেশ ও জাতির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত হয়।
মুসল্লিরা প্রার্থনার দেশ জাতির কল্যাণে দোয়া কামনা করেন। পাশাপাশি সমাজে শান্তি শৃঙ্খলার বজায় রাখতে মহান আল্লাহর রহমত চান।
এদিকে, নামাজ শেষে, বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ মিছিল বের করে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি। তারা রাজধানীর বাড্ডায় কুরআন শিক্ষা সেন্টার থেকে হাফেজ, নারী ও শিশুসহ ১৭ জনকে আটকের প্রতিবাদ জানান।