বগুড়া সরকারি স্কুলে নারী বিচারকের কাছে ক্ষমা চাওয়ার তদন্ত শুরু
- আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবককে দিয়ে বিচারকের পা ধরার ঘটনা তদন্ত শুরু হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে কমিটি রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে, শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু তদন্ত এবং স্কুলের শিক্ষার পরিবেশ শান্ত রাখার দাবি জানিয়েছেন।এদিকে, ওই নারী বিচারক এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, উল্টো তার মেয়েই অশোভন আচরণের শিকার।
সন্তানের সঙ্গে তার সহপাঠীদের বিরোধের জেরে এক অভিভাবককে ক্ষমা চাইতে বাধ্য করলেন এক নারী বিচারক। তার পা ধরে ক্ষমা চান অভিযুক্ত শিক্ষার্থীর অভিভাবক। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে ২১ শে মার্চ ঘটে এমন ঘটনা।
এ নিয়ে স্কুলে চলছে বিক্ষোভ। এর জেরে ঘটনা জানাজানির পরেই অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে বদলি করা হয়।
ওই নারী বিচারক এক লিখিত বিবৃতিতে তার মেয়েকেই বুলিং ও রেগিং এর অভিযোগ তুলেছেন।
বিচারক এক লিখিত বিবৃতি বসবে।
স্কুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সচেষ্ট সবাই।
শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বললেও তদন্তের স্বার্থে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তদন্ত কমিটির কর্মকর্তারা। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি তদন্ত করছেন।