ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের
- আপডেট সময় : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। ডিজিটাল আইনের অপব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বিশ্বজুড়ে সাংবাদিকদের সঙ্গে হয়রানি গণতন্ত্রের জন্য হুমকি। প্রত্যেকটি দেশের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য বলেও মত দেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষে উদ্বেগ জানিয়ে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতার বিষয়টি গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের কারণে কোনো গণমাধ্যমকর্মীকে হুমকি, হেনস্তা, শারীরিকভাবে আক্রমণ অথবা গ্রেপ্তার করা উচিত নয়।
এছাড়া, বাংলাদেশ সরকারের প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ অবিলম্বে স্থগিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এক বিবৃতিতে তিনি বলেন, আইনে সংশোধনী আনতে বাংলাদেশকে ইতোমধ্যে বিস্তারিত পরামর্শ পাঠানো হয়েছে।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার এক বিবৃতিতে শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো মতপ্রকাশের অধিকারের ভয়ানক লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়।
বাংলাদেশে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় সৃষ্ট সংকট নিয়ে প্রতিবেদন করায় ২৯ মার্চ প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান গ্রেফতার হন। জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।