আগামী বাজেট শুধু প্রবৃদ্ধি-বান্ধবই নয়, ন্যায়-বান্ধবও হবে : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
আগামী অর্থ বাজেটে সরকারী ব্যয় না কমিয়ে বরং অপচয় নিয়ন্ত্রণ করে গণ-মানুষের জন্য খরচ বাড়াতে তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমলাতান্ত্রিক নানা জটিলতায় সরকারের সংস্থাগুলো সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না।
রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা করের হার কমিয়ে পরিধি বাড়ানোর পরামর্শ দেন। রাজস্ব খাত ও ব্যাংকিং খাতকে আরো দায়িত্বশীল করারও আহ্বান জানান তারা।
আগামী বাজেটের প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- বিএমসিসিআই’র এই আলোচনা সভা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বাজেটের আকার ছোট না করে বাণিজ্য ভিত্তিক কর নির্ধারণের উপর জোর দেন।
অনুষ্ঠানে করের হার কমিয়ে হোল্ডিং আছে এমন সকল শ্রেণী-পেশার মানুষকে করের আওতায় আনার পরামর্শ দেন বক্তারা।
আগামী বাজেটে খরচ কমানো নয়, বরং অপচয় রোধ করে সঠিক খাতে ব্যয়ের ওপর গুরুত্ব দেন পরিকল্পনা মন্ত্রী।নতুন বাজেট শুধু প্রবৃদ্ধি-বান্ধবই নয়, ন্যায়ভিত্তিক হবে বলেও আশা প্রকাশ করেন এম এ মান্নান।