ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের যাত্রায় দুর্ভোগ কমাতে সরকারি ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ঈদ যাত্রায় অসহনীয় যানজট, পথে পথে যাত্রী হয়রানি ও ভাড়া নিয়ে নৈরাজ্য কমানোর পাশাপাশি সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এ দাবি তাদের। মোজাম্মেল হক জানান, ২০ এপ্রিল অফিস খোলা থাকায় এবার ৫০ লাখ যাত্রীর একটি বড় অংশ আটকে যাচ্ছে। সেদিন সরকারি ছুটি দিলে যাত্রী চাপ কিছুটা কমানো যেতে পারে। নইলে ২১ এপ্রিল সড়ক-রেল-নৌ পথের পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতি এড়ানো কঠিন হয়ে পড়বে। যাত্রাপথে বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্কতা ও প্রতিটি যানবাহনের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা জরুরি বলে জানান তিনি।