প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন মঞ্জুর
- আপডেট সময় : ০৮:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন মঞ্জুর করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের এজলাসে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করলে সন্ধ্যায় তিনি কারামুক্ত হন।
এর আগে জামিন শুনানিতে শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, ‘সাভার স্মৃতিসৌধ এলাকায় ফুল বিক্রেতা এমন ১২/১৩ জনের বক্তব্য আর একজন দিনমজুরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এ মামলার অভিযোগ কোনোভাবেই সত্য না। হয়রানি ও ভয় দেখানোর উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছে। মামলা না করে প্রেস কাউন্সিলে অভিযোগ দেয়া যেতে পারত।
এ সময় জামিনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব কাজ করছে।
এ মামলার বিষয়বস্তু অনুযায়ী আসামী অপরাধ করেছে। উভয় পক্ষের শুনানী শেষে আদালত শামসের জামিন আবেদন মঞ্জুর করেন।