আধিপত্য বিস্তারের জেরে শামসুদ্দীনকে হত্যা, পাঁচজন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারের জেরে সিলেটের জৈন্তাপুরে শামসুদ্দীনকে হত্যার ঘটনায় প্রধান আসামি তাজউদ্দীনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। গেলো রাতে রাজধানীর রমনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
গেল ২৫ মার্চ সিলেটের জৈন্তাপুরে জায়গা জমি বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসুদ্দীনকে এভাবেই প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। ৩১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুদ্দীন।
এ ঘটনায় নিহতের ভাই জৈন্তাপুর মডেল থানার মামলা করে। হত্যাকান্ডের পর আসামীরা ঢাকায় পালিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবে রাজধানীর রমনা থেকে মামলার প্রধান আসামী তাজউদ্দিন, নাসিমউদ্দিন, রহিম উদ্দিন, বশিরউদ্দিন এই চার আপন ভাইসহ তাদের ভাতিজা তানভিরকে গ্রেফতার করে।
রেব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে, জমিজমা নিয়ে আগে থেকে শামসুদ্দীনের পরিবারের সাথে তাদের আগ থেকে বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় আরিফ ও কামাল নামের দুই আসামী এখনো পলাতক আছে বলেও জানায় র্যাব।