বঙ্গবাজারে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
- আপডেট সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বঙ্গবাজারের আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে নতুন ভবন নির্মাণ ও সব উন্নয়ন প্রকল্পে পানির আধার তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি।
সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায়, এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, আঞ্চলিক সড়কেও টোল আদায়, উন্নয়ন প্রকল্প তৈরিতে ফসলি জমি ব্যবহার না করা এবং হাওরে সড়ক নির্মাণ না করাসহ বেশকিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় সম্মিলিত সামরিক হাসপাতালে ক্যানসার সেন্টার নির্মাণসহ ১১ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে আসবে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে তিনি বলেন, বঙ্গবাজারের মতো এমন দুর্ঘটনা এড়াতে ভবন নির্মান ও প্রকল্প বাস্তবায়নে পানির আধার তৈরির নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মহাসড়কের মতো আঞ্চলিক সড়কেও টোল আদায়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে বলেও জানান এম এ মান্নান।