যশোর জেনারেল হাসপাতালে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

- আপডেট সময় : ০১:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
যশোর জেনারেল হাসপাতালে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা । ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে প্রতিদিনই আসছে নতুন রোগী। ডায়রিয়ার কারণ নির্ণয়ে শহরের আরবপুর, ধর্মতলা, শংকরপুরসহ ৫টি এলাকার পানি পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ।
হঠাৎ করেই গেল ২১ মার্চ যশোরে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। আক্রান্ত রোগীর আসতে থাকে জেনারেল হাসপাতালে। স্বাভাবিক দিনগুলোতে হাসপাতালের ৪ শয্যার সংক্রমণ ওয়ার্ডে গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ জন ডায়রিয়া রোগী ভর্তি হন। একদিনেই ৩৭ জন ভর্তি হন। শয্যা সংকুলান না হওয়ায় বারান্দা-মেঝেতে জায়গা হয়েছে অনেকের।
গত ২৪ ঘন্টার ৩২ জন নতুন রোগীসহ হাসপাতালে ভর্তি আছেন ৫১ জন।যাদের বড় অংশ শহরের ধর্মতলা, শংকরপুর ও আরবপুর এলাকার বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডায়রিয়ার কারণ অনুসন্ধানে শহরের ৫টি এলাকা চিহ্ণিত করে কাজ শুরু হয়েছে।
ধর্মতলা, শংকরপুর ও আরবপুরসহ ৫টি এলাকায় পানি পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আইইডিসিআর, হাসপাতাল কর্তৃপক্ষ ও পৌর কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত ৯ সদস্যের একটি টিম ।
জেনারেল হাসপাতালে যশোর ছাড়াও আশপাশের নড়াইল, ঝিনাইদহসহ কমপক্ষে ৫ জেলার লোক চিকিৎসা নিচ্ছেন ।