সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশ-আমেরিকার মধ্যে কোন দ্বিমত নেই : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশ-আমেরিকার মধ্যে কোন দ্বিমত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনোভাবেই সংবিধান পরিবর্তন সম্ভব হবে না।
বিকেলে রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা ‘মাঙ্গা’ ফর্মে কমিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে সরকারেরও চেষ্টা থাকবে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের।
ইতোমধ্যে সব দলকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে, তারা সরকারের ডাকে সাড়া দেবে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।