যাত্রী সংকটের কারণে ঝালকাঠি- ঢাকা নৌ রুটে বিলাসবহুল লঞ্চ চলাচল বন্ধ
- আপডেট সময় : ০১:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
যাত্রী সংকটের কারণে ঝালকাঠি- ঢাকা নৌ রুটে ঐতিহ্যবাহী বিলাসবহুল লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গত ২৭ মার্চ থেকে সুন্দরবন-১২ ও ফারহান-৭ লঞ্চ দু’টি মাত্র ৫০ জন যাত্রী চলাচলা করে। এতে লোকশান হওয়ায় বন্ধ করে দেয় মালিক পক্ষ। এতে বিপাকে পড়েছে লঞ্চ টার্মিনাল সংলগ্ন দোকানি, ভ্রাম্যমান হকার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ ঘাটের দিনমজুররা।
বহুল স্বপ্নের পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী হ্রাস পাওয়ায় লঞ্চে ব্যবসায় কিছুটা মন্দা যাচ্ছিল। কিন্তু দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় যাত্রী ভাড়া বৃদ্ধি না পাওয়ায় পুরো ব্যবসা ঝুঁকিতে পড়েছে। ৫০-৬০ জন যাত্রী হওয়ায় ঝালকাঠি-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মালিক পক্ষ।
লঞ্চ বন্ধ থাকায় লঞ্চ ঘাটে সু-শান অবস্থা, বেচা-বিক্রিও নেই দোকানগুলোতে, তাই পরিবার-পরিজন নিয়ে পড়তে হয়েছে চরম বিপাকে।
যাত্রী না থাকায় লঞ্চ বন্ধ করার কথা জানান লঞ্চের এ কর্মচারিরা।
পদ্মা সেতু চালুর হওয়ার পরে যাত্রী সংখ্যা কমগেছে। বর্তমানে ইঞ্জিনসহ লঞ্চের যে ত্রুটি গুলো আছে সে গুলো মেরামত করা হচ্ছে।