ডাক্তার বা নার্স পরিচয়ে বাসায় ঢুকে চুরি; চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ডাক্তার বা নার্স পরিচয়ে বাসায় ঢুকে অভিনব উপায়ে চুরির অভিযোগে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ।
চিকিৎসা সেবা মহান পেশা হলেও সম্প্রতি রাজধানীতে ডাক্তার-নার্স পরিচয়ে অভিনব কায়দায় তৎপর চোরচক্র। অভিজাত এলাকা গুলশানের একটি বাড়ির গেট দিয়ে ঢুকছেন ডাক্তারের এপ্রোন পরা এক নারী।
বাসায় অসুস্থ রোগী থাকায় দারোয়ানও যেতে দেন তাকে। এরপর সুযোগ বুঝে লিফট থেকে নেমে বাসার দরজা পরীক্ষা করেন তিনি। দরজা খোলা পেয়ে ঢুকে পড়েন বাসায়। মুহূর্তের মধ্যেই ল্যাপটপ মোবাইলের আর মূল্যবান জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে তারা।
ভুক্তভোগীরা জানান, মা অসুস্থ থাকায় প্রায়ই বাসায় ডাক্তার আসায় দারোয়ানও তেমন প্রশ্ন করেনি। ভোরে মেয়ে স্কুলে যাওয়ার সময় দরজা খোলা রেখে গেলে মুহূর্তের মধ্যেই বাসায় ঢুকে ল্যাপটপ মোবাইল চুরি করে পালিয়ে যায় আফসানা মীম।
এমন অভিযোগে চোর চক্রের ৬ জনকে গ্রফতার করে গুলশান থানা পুলিশ। উদ্ধার করা হয় ৬ টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ও ২ টি ব্যাগ।
এর আগেও আফসানার ও তার চক্রের বিরুদ্ধে আরও ১৪ টি মামলা রয়েছে। আগেও পুলিশের হাতে আটক হয়েছিলো বেশ কয়েকবার।