ঈদে নাটোর থেকে সড়ক-মহাসড়কে নামছে সাড়ে ৩’শ থেকে ৪’শ যাত্রীবাহী বাস
- আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
আসন্ন ঈদে যাত্রী পরিবহনে উত্তরের জেলা নাটোর থেকেই সড়ক-মহাসড়কে নামছে সাড়ে ৩শ’ থেকে ৪শ’ যাত্রীবাহী বাস। এ লক্ষ্যে ওয়ার্কশপগুলোতে দিন-রাত ধরে চলছে পুরাতন ও ফিটনেসবিহীন গাড়ি মেরামত।
দৃষ্টি নন্দন রং-চং করে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি যা সড়ক-মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেবে বহুগুণে। তবে বাস মালিক সমিতি এবং হাইওয়ে পুলিশ বলছে, ফিটনেসবিহীন ও অদক্ষ চালকের বিষয়ে কোন ছাড় নেই।
রং-চটা বডি থেকে খুঁচিয়ে চলছে রং তোলার কাজ। উদ্দেশ্য আবার সারিয়ে তুলে ঝকঝকে করা। কেউ রংয়ের প্রলেপ দিচ্ছে। কেউ আবার ঝালাই দিচ্ছে গাড়ির বডি। এসব চলছে নাটোরের অর্ধেকেরও বেশি ওয়ার্কশপগুলোতে।
এত কর্মযজ্ঞ আসছে ঈদকে ঘিরে। যাত্রী আনা-নেওয়া।এ জন্য দিন রাত পরিশ্রমে করে ফিটনেসবিহীন এসব গাড়ি মেরামত করছে শ্রমিকরা।যেন দম ফেলার ফুরসত নেই তাদের। যাত্রী-আনা নেওয়ার জন্য এসব গাড়িকেই চাকচিক্য রং লাগিয়ে নামানো হবে মহাসড়কে।
ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক-মহাসড়কে নাটোর থেকে চলাচল করবে ৪’শ যাত্রবাহী বাস। নাটোর বাস মালিক সমিতির বাসে এসময় বহন করা হবে আগে ও পরে অন্তত ৬৫ হাজার যাত্রী।
তবে ফিটনেসবিহীন গাড়ী ও অদক্ষ গাড়ী চালকের বিষয়ে কঠোর হুশিয়ারী এই পরিবহন নেতার।
ঈদ যাত্রা ভোগান্তি মুক্ত রাখতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে হাইওয়ে পুলিশ। অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন গাড়ির প্রতি থাকবে কঠোর নজরদারি।
ঈদের আনন্দ পরিপূর্ণ করতে সড়ক-মহাসড়কে প্রশাসনের কঠোর নজরদারি থাকা উচিত যাতে বড় দুর্ঘটনায় রোধ করা যায়।