ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে আয়ারল্যান্ড
- আপডেট সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে নাটকীয় মোড়। ব্যর্থতা পেছনে ফেলে তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে আয়ারল্যান্ড। টাকারের সেঞ্চুরি আর ম্যাকব্রেইনের অপরাজিত ৭১ রানে ১৩১ রানের লিড নিয়েছে আইরিশরা।
দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। আগের দিনের দুটিসহ চার উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে ৩৬৯ রান করে বাংলাদেশ।
এটাই বুঝি টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্য। আগের দিন যে দলটা ছিল ইনিংস পরাজয়ের শঙ্কায়, তৃতীয় দিন শেষে সেই আয়ারল্যান্ড এখন শক্ত অবস্থানে। শুধু তাই নয়, ১৩১ রানে এগিয়ে থেকে উল্টো বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছে আইরিশরা।
নেপথ্যে একজন লুরকান টাকার। যিনি অভিষেক টেস্ট সেঞ্চুরিতে শুধু দলকেই বিপদমুক্ত করেননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ইবাদতে থামে টাকারের ১০৮ রানের প্রতিরোধ। কিন্তু তারপরও আইরিশদের পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশ। দিনের বাকি সময়টায় টাইগার বোলারদের শাসন করেছেন অ্যান্ডি ম্যাকব্রেইন। ৭১ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন দলকে আরও এগিয়ে নেয়ার অপেক্ষায় তিনি।
কম যাননি হ্যারি টেক্টর। দলের বিপদে ৫৬ রানে বাংলাদেশকে চাপে ফেলেছেন তিনিও।
অথচ পিটার মুরকে ফিরিয়ে প্রথম সেশনে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। তাইজুল-ইবাদতরা উইকেট নেয়ার মিছিলে যোগ দিলেও মিরাজ-খালেদদের নির্বিষ বোলিংয়ে আয়ারল্যান্ডকে বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ।