বঙ্গবাজারের ধ্বংসস্তুপ অপসারণ শুরু
- আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ঈদের আগে ব্যবসায়ীদের সীমিত পরিসরে ব্যবসা শুরুর লক্ষ্য নিয়ে, বঙ্গবাজারের ধ্বংসস্তুপ অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার নাগাদ ধ্বংসস্তুপ পুরোপুরি অপসারণের আশা কর্তৃপক্ষের।
৭৫ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিভলেও ধ্বংসস্তুপের নিচ থেকে এখনো উড়ছে ধোঁয়া। এদিকে, ট্রেড লাইসেন্সসহ জরুরি কাগজপত্র তোলার ঝামেলা এড়াতে, ঢাকা জেলা প্রশাসন চালু করেছে ওয়ানস্টপ সার্ভিস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, সরকারি সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। আগুণে পুরে ছাই বঙ্গবাজার। বোঝারই উপায় নেই কদিন আগেও এখানে ছিল লাখো মানুষের সমাগম আর নানা রঙের পোশাকের সমাহার। পোশাকের গন্ধের বদলে বাতাসে ভাসছে পোড়া কাপড়ের দুর্গন্ধ।
তিনদিন পর অবশেষে, বঙ্গবাজারের ভয়াবহ আগুন পুরোপুরি নিভলেও এখনো পোড়া কাপড়ের স্তুপ থেকে বেরুচ্ছে ধোয়া।
ধ্বংসস্তুপ অপসারণের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববারের মধ্যে অপসারণ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
দূর থেকে রুটি-রুজির জায়গাটা, অপলক দৃষ্টিতে দেখছেন নি:স্ব ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত পূর্ণবাসণ চান তারা।
অস্থায়ীভাবে ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করতে দোকানের তালিকা প্রস্তত করার কথা জানায় দোকান-মালিক সমিতি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা দিতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়ানস্টপ সর্ভিস চালু করা হয়েছে। ঝামেলাহীন ভাবেই মিলছে ট্রেড লাইসেন্সসহ জরুরি সব কাগজপত্র।
সরকারি সহায়তা পেতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন।