বিএনপি অংশ না নিলে কোন নির্বাচন কাজে দেবে না : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
বিএনপি অংশ না নিলে কোন নির্বাচন কাজে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ থানা শাখার আয়োজনে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন বিএনপি মহাসচিব।
এসময় নির্বাচন কমিশনের বক্তব্যের সূত্র ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, প্রধান বিরোধীদল অংশ না নিলে কোন কাজ দেবে না।
বিদেশীরাও বলেছে, একটা সুষ্ঠু নির্বাচনে তৃতীয় পক্ষ দরকার। নইলে সুষ্ঠু ভোট অনুষ্ঠান সম্ভব নয়। গত ১৪ বছর ধরে চুরিকে জাতীয়করণ করেছে আওয়ামী লীগ।
বলেন, তিন বেলা খেয়ে বেঁচে থাকা সাধারণ মানুষের জন্য কষ্টকর হলেও সরকার এসব বিষয়ে লক্ষ্যহীন। আওয়ামী লীগের মানুষকে দেয়ার আর কিছু নেই জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ আর তাদের দেখতে চায় না। এবার জনগণ ঘুরে দাড়িয়েছে।