বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে, বিচারকদের কাজ করতে হবে: বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম
- আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেছেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াতে, বিচারকদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোরশেদ আলম।
সেনবাগ কল্যাণ সমিতি আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মেদ চৌধুরী, প্রফেসর আঞ্জুমান আরা, টাইমস গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, সেনবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন হারুণসহ আরো অনেকে। সংবর্ধনা শেষে, দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।