সরকার দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
সরকার দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন।
নওগাঁয় রেবের হাতে ভুমি অফিসের কর্মকর্তা জেসমিন সুলতানা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার হত্যার নিন্দা জানান। বলেন, সরকার দেশে ত্রাসের রাজত্ব তৈরি করেছে। বিএনপির কর্মসূচিতে বাধা দিয় প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।