বঙ্গবাজারের ব্যবসায়ীরা বুধবার থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বুধবার থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।
নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর মেয়র বলেন, আজ থেকে পুরোদমে পরিষ্কার কার্যক্রম করা হচ্ছে। যাতে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়। এজন্য পরিষ্কার করার পরে জায়গাটা সমতল করা হবে। পুরো ব্যবস্থাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করে দেবে। তিনি আরও বলেন, এরই মাঝে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন শুরু হয়েছে। আজকের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা সম্পন্ন হবে। কাল করপোরেশন সভা আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।