কাল শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
কাল শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি।
ঐতিহ্যবাহী এ উৎসব উপলক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরা এবং বাঙ্গালীদের অংশগ্রহণে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন বয়সী হাজারো পাহাড়ি-বাঙ্গালির অংশগ্রহণে শোভাযাত্রা মিলনমেলায় পরিণত হয়। নিজস্ব পোশাক, বাদ্যযন্ত্র আর বিলুপ্তপ্রায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নেচে গেয়ে শোভাযাত্রা মাতিয়ে তোলেন পাহাড়ীরা। উদ্বোধন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল হক, মং সার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।