রেলের অগ্রিম টিকিট বিক্রি শেষ
- আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ঈদের অগ্রিম রেলটিকিট বিক্রির শেষ দিন আজ। আজ দেয়া হয় ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। শেষ দিনে সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেলের সার্ভারে ২৬ হাজার ৪৪৬টি টিকিটের জন্য দুই কোটি ৫০ লাখ বার হিট হয়েছে।
অনলাইনে টিকিট না পেয়ে কেউ কেউ ছুটে এসেছেন কমলাপুর স্টেশনে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। এদিকে বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রীদের ভিড় নেই। বেশিরভাগ দূরপাল্লার বাসগুলোর টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
নেই এখন আর চিরচেনা সেই ভিড় আর ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও। এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে চমক দেখালো বাংলাদেশ রেলওয়ে। টিকিট নিয়ে যুদ্ধযোগের অবসান হওয়ায় স্বস্তি যাত্রীদের।
আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখা যাত্রীরা ভোগান্তি ছাড়াই পেয়ে যান টিকিট । যারা অনলাইনে টিকিট পাননি শেষ দিনে তারা ভিড় করেন কাউন্টারে। এদের কারো কারো কণ্ঠে অভিযোগের সুর ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায় প্রতি মিনিটে বিক্রি হচ্ছে ৮ হাজার টিকিট। সার্ভারের সক্ষমতা এবার বাড়ানো হয়েছে তাই জটিলতা নেই দাবি কর্তৃপক্ষের। এদিকে ঈদ যাত্রায় শুরু হয়েছে বাসেরও অগ্রিম টিকিট বিক্রি। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। তবে কাউন্টারে নেই যাত্রীদের চাপ।
কাউন্টার ম্যানেজাররা বলছেন এখন আর আগের মত অগ্রিম টিকিট কিনতে আসেন না যাত্রীরা। বাস ভাড়া বাড়েনি বলেও দাবি তাদের। গত কয়েক বছর থেকেই দূরপাল্লার বাস গুলোর টিকেট সংগ্রহ করা যায় অনলাইনে তাই কাউন্টার গুলোতে নেই বাড়তি জুট ঝামেলা।