ঈদ ও পয়লা বৈশাখে নাশকতার কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ঈদ ও পয়লা বৈশাখে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নববর্ষের সময় অনেকেই গুজব রটানোর চেষ্টা করে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিতে নজরদারি করছে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদের আগে কোন শ্রমিক ছাঁটাই করা যাবে না এমন নির্দশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলাচল করবে না বলে জানান তিনি।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতরের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরে বৈঠকের বিষয়ে তিনি জানান, ঈদ এবং পহেলা বৈশাখ নিয়ে নাশকতার কোনো তথ্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার অঙ্গীকার করেছেন শিল্প-মালিক সংগঠনের প্রতিনিধিরা। শুধু মোটরসাইকেল পারাপারের জন্য পদ্মা সেতুর বিকল্প ব্যবস্থা হিসেবে মাওয়া ঘাটে ফেরি চালু থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।