চৈত্রের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

- আপডেট সময় : ০৯:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৮২৫ বার পড়া হয়েছে
বৈশাখ আসছে। চৈত্রের শেষে খরতাপে পুড়ছে দেশ। রাজধানীতে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় সবচে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ জুড়ে চলা মৃদু তাপপ্রবাহ আরো এক সপ্তাহ থাকবে।
চৈত্র বিদায়ে দরজায় কড়া নাড়ছে বৈশাখ। চৈতালি হাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র তাপদাহে। এক সপ্তাহ ধরে পুড়ছে নগর জীবন।
কয়েকদিনের মৃদ্যু তাপপ্রবাহে বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে গরমের তীব্রতা। গরমের রেশ কমাতে পানিতে ঝাঁপিয়ে পড়ছে শিশুরা। এমন অবস্থায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। একটু স্বস্তি পেতে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়।
জীবিকার তাগিদে উপায়ন্তু না দেখে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। দিন মজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি। রোজা আর তীব্র গরম দুই মিলে নাভিশ্বাস সবার।
এর মধ্যে কোন ভালো খবর দিতে পারছে না আবহাওয়া অফিস। জানিয়েছে, সহসাই বৃষ্টির দেখা মিলবে না। বাড়বে আরো তাপের তীব্রতা। তাপমাত্রা ছাড়াবে ৪০ এর কোঠা। বুধবার ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।