বৈশাখকে বরণ করে নিতে পাহাড়ে উৎসব শুরু
- আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
বাংলা নতুন বছর বৈশাখকে বরণ করে নিতে পাহাড়ে উৎসব শুরু হয়েছে। পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা আগামী তিন দিন বিভিন্ন উৎসব করবে। পাহাড়ে আদিবাসীদের বর্ষবরণের প্রধান উৎসব ‘বৈসাবি’র প্রথম দিন আজ।
সকালে বান্দরবানে শঙ্খ নদীতে ফুল ভাসিয়ে নুতন বছরকে বরণ ও সকলে মঙ্গলা প্রার্থনা করলেন চাকমা-তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণীরা। পাড়ায় পাড়ায় চলছে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা আর চাকমাদের ঘরে ঘরে আপ্যায়ন করা হচ্ছে পাচন রান্না। বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল ‘বিঝু’র দ্বিতীয় দিনে তারা পালন করবে গজ্জ্যাপজ্জ্যা উৎসব।
গঙ্গাদেবীকে উৎসর্গ করে নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে ‘বৈসাবি’ শুরু হয়। ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল পূজা করেন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠির হাজারো মানুষ।
একই সময় রাঙামাটি শহরের বতলছড়ি এলাকার কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদে ফুল ভাসানো উৎসব আয়োজন করা হয়। ১৩ এপ্রিল ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু হবে এবং ১৪ এপ্রিল এলাকাভেদে মারমাদের সাংগ্রাই উৎসব শুরু হবে।