পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে টিকে রইল কিউইরা। সিরিজে ২-১ এ এগিয়ে স্বাগতিকরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬৪ রান করেন অধিনায়ক টম ল্যাথাম। ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৩৩ রান। উইল ইয়াং করেন ১৭ রান। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি পাকিস্তান। ৬ রানে হারায় ১ উইকেট। পরে নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে পরে নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ২৪ বলে ৬০ রান করেন ইফতেখার আহমেদ।