মার্কেটে মার্কেটে আগুন নাশকতা হতে পারে শঙ্কা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
ঈদের আগে একের পর এক মার্কেটে আগুন, নাশকতা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বৈশ্বিক সংকটের মাঝে দেশের অর্থনীতি যখন ঘুরে দাড়াচ্ছিল, তখন একের পর এক অগ্নিকান্ডে অর্থনীতি পঙ্গু করার অপচেষ্টা চলছে। জিয়ার দু:শাসন ও বিএনপির অগ্নিসন্ত্রাসের উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, অপরাধ যারাই করেছে এবং করবে, তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
গণভবনে অনুষ্ঠানের শুরুতেই ছিল গণফাঁসি ৭৭ শীর্ষক অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী। যেখানে তুলে ধরা হয় ১৯৭৭-এর ২ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের প্রহসনের বিচারের নামে ফাঁসি হত্যা, লাশ গুম, কারাদণ্ড ও চাকুরিচ্যুতির রোমহর্ষক বর্ননা।
এসময় অনুষ্ঠানস্থলে তৈরী হয় আবেগঘন পরিবেশ। জিয়ার মরোনোত্তর বিচারের দাবি স্বজনহারাদের কণ্ঠে।
এরপরে প্রদর্শনীতে তুলে ধরা হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের তাণ্ডব ও নির্মমতা। ভুক্তভোগীরা তুলে ধরেন শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা।
বিএনপি জামায়াতের ওই অগ্নি সন্ত্রাসের সঙ্গে বর্তমানে একের পর এক মার্কেটে আগুনের দুর্ঘটনার সাদৃশ্য রয়েছে বলে মত দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জিয়ার দু:শাসনের কথা স্মরণ করেন তিনি। বলেন অপরাধীর বিচার হবে।
পরে উপস্থিত স্বজনহারা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।