ক্রেতা শূন্য রাজধানীর বিপণী বিতানে হতাশ ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০১:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ঈদের ছুটির সাথে সাথে ক্রেতাশূন্য হয়ে পড়ছে রাজধানীর বিপণী বিতানগুলো। ঈদ ঘিরে বনানীর নামীদামী বিপণীবিতানগুলোতে নানা পোশাক তুলেছেন ব্যবসায়ীরা। বাহারি ডিজাইনের দেশী-বিদেশী পোশাক পাওয়া যাচ্ছে। কিন্তু আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা।
২৭ রমজান থেকেই এবার ঈদের লম্বা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর বিপনী বিতানগুলোতে। কেনাকাটা রেখে আগেভাগেই গ্রামের বাড়ীর পথ ধরেছেন অনেকে। তাই সন্ধ্যার পর থেকে ক্রেতাসমাগমে পরিপূর্ণ থাকার কথা থাকলেও মার্কেটে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
কিছু কিছু বিপণীবিতানে ইফতারের পর ক্রেতাসমাগম হলেও গরমের কারণে সারাদিনে থাকে না ক্রেতাদের তেমন আনাগোনা।
দেশি-বিদেশি রং-বেরঙের হরেক পোশাকের সমাহার বিপণী বিতানগুলোতে। ছেলেদের পছন্দের শীর্ষে বাহারি পাঞ্জাবি। আর মেয়েদের পছন্দের শীর্ষে শাড়ি। তাই দোকানগুলোও পাঞ্জাবি আর শাড়ির পাশাপাশি সেজেছে শিশু-পোশাকেও।
বিক্রেতারা বলছেন, বেচাকেনা গত বছরগুলোর তুলনায় এখনো কম। তবে চলতি সপ্তায় বাড়ার আশায় আছেন তারা।উৎসবের পোশাকে সবসময় রঙের বৈচিত্র খোঁজেন ক্রেতারা। তাই বৈশাখের ঈদে এবার ডিজাইনে ভিন্নতা আনতে সাধ্যের কমতি রাখেনি ফ্যাশন হাউজগুলো।