চট্টগ্রামে শুটকি কারখানায় বিস্ফোরণ
- আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বক্সিরহাটের রাজাখালীতে জনতা কোল্ড স্টোরেজ নামে এক শুটকি কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লেগে ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় কারখানার ৪ তলা ভবনের একটি অংশ ধসে পড়ে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
গতকাল গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে চারতলা পুরনো ভবনের নিচ তলায় শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ চলছিল। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ভবনের একটি অংশ ধসে পড়ার পাশাপাশি পুরো ভবনে আগুন লেগে যায়। এ ঘটনায় কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হন। আহত মো. তারেক, নুর হোসেন, মান্নান ও রবিনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হালিম জানান, এম্যুনিয়া গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে।