নির্বিঘ্ন ঈদযাত্রায় নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা : আইজিপি
- আপডেট সময় : ০৭:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
সরকারি ছুটির প্রথম দিনে বাসে অনেকটা স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। বিভিন্ন রুটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এদিকে বাস মালিক সমিতি’র নেতারা জানান, এবার বাসে ঈদযাত্রীদের চাপ তুলনামূলক কম ।তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
ঈদকে সামনে রেখে বুধবার সরকারি ছুটি হলেও ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেল থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে, এবার পাল্টে গেছে দৃশ্যপট। বাস টার্মিনালে ভিড় নেই ঘরমুখোদের ।
পদ্মা সেতু চালু হওয়ায় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা ছাড়ছেন খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইলসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার যাত্রীরা। যাত্রীর অভাবে ফাঁকা সিট নিয়েই ছেড়ে গেছে কোন কোন বাস। তবে, বাড়তি ভাড়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যাত্রী ও কাউন্টার কর্মীর মধ্যে।
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সায়েদাবাদে দুটি কাউন্টার বন্ধের পাশপাশি কঠোর নজরদারি রয়েছে বলে জানান বাস মালিক সমিতির নেতারা । এদিকে, ঈদে ঘরমুখোদের বাড়ি ফেরার পরিস্থিতি দেখতে সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চঘাট ও কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি। জানান , বাড়ী ফেরাদের নিরাপদ ভ্রমনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরবাসীর নিরাপত্তা, শপিংমল ও ঈদের জামায়াতের নিরাপত্তা নিয়েও কথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।