জাতীয় প্রেসক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসীর যৌথভাবে মেহেদী উৎসব আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
যে কোন উৎসবে মেহেদীর রঙে হাত রাঙানো খুবই জনপ্রিয় রীতি। প্রতিবছরের মতো এবারও ঢাকাবাসী ও প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় মেহেদী উৎসবের। আয়োজকরা জানান, ঐতিহ্য ধরে রাখতেই বরাবরের মত এ আয়োজন।
বিয়ে-জন্মদিনসহ নানা উৎসবে মেহেদীর রঙে হাত না রাঙালে উৎসব যেন পূর্ণতা পায় না। প্রতি বছরের মতো এবারও জাতীয় প্রেসক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী যৌথভাবে মেহেদী উৎসব আয়োজন করে।প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন এই উৎসব উদ্বোধন করেন ক্লাব সদস্যরা।
এসময় প্রেসক্লাবের সাধরণ সম্পাদক শ্যামল দও জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে এই মেহেদি উৎসব। ঈদের আগে এমন আয়োজনে হাতে মেহেদী লাগিয়ে খুশি শিশুসহ অভিভাবকরা। পরে সেরা মেহেদী ডিজাইনদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।