রাজধানীর ফুটপাতে কেনা-বেচা নিয়ে হতাশ বিক্রেতারা
- আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঈদের আগে বঙ্গবাজারের পর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার ফুটপাতের কেনা-বেচায় প্রভাব ফেলার কথা। ওই দুই এলাকায় দোকানিদের ঈদের বিকিকিনি কমার কথা থাকলেও বাড়ার আশায় ছিলেন অন্য এলাকার ফুটপাতের দোকানিরা। কিন্তু তেমনটা ঘটেনি বলেই জানালেন ফুটপাতের দোকানিরা।
দড়জায় কড়া নাড়ছে ইদ-উল-ফিতর।আর তাই পছন্দের জিনিস কিনতে রাজধানীর শপিং মল গুলোর পাশাপাশি পণ্যের পসরা সেজেছে রাজধানীর ফুটপাত গুলোতেও ।
ইদের গুরুত্বপূর্ অনুসঙ্গ পাঞ্জাবী,জুতো,ছোটদের পোশাক,আতর,টুপি সহ বাহারী নানা ধরনের পোশাক দেখা যায় বায়তুল মোকাররম,মতিঝিল সহ গুলিস্তান এলাকার ফুটপাতে।
গরমে কেনাকাটা কষ্টকর জানিয়ে ক্রেতারা জানান আগের চেয়ে ফুটপাতের সকল পণ্যের দাম বেড়েছে।
তবে,, আশানরুপ বিক্রি না হওয়ায় হতাশার কথা জানিয়ে বিক্রেতোরা।পাইকারি কেনাদাম বেশী হওয়ায় বিক্রিদাম একটু বাড়তি।
দিনের বেলায় ক্রেতা একটু কম থাকলেও সন্ধ্যার পর বাড়ে।তবে,গরম কমে গেলে ঈদের আগে বাকি সময়গুলোতে বিক্রি বাড়বে বলে আশা করেন বিক্রেতারা।