সিলেটে জমে উঠেছে ঈদবাজার
- আপডেট সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
রেমিট্যান্স নির্ভর সিলেটে জমে উঠেছে ঈদবাজার। লেগেছে বেচাকেনার ধুম। তবে বঙ্গবাজারের আগুনের তাপে পুড়ছে দেশের সব মার্কেট। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে প্রতিটি পোশাক। সিলেটের সব মার্কেট বিপনীবিতানে পর্যান্ত মজুদ থাকলেও দাম কমাচ্ছেন না বিক্রেতারা।
সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার কেন্দ্রিক ঈদ বাজার। এখানে রয়েছে অর্ধশত ছোট বড় মার্কেট, বিপনী বিতান। আর নয়াসড়ক, কুমারপাড়া এলাকায় বিভিন্ন ব্র্যান্ডশপ ও শো রুম। ইতোমধ্যে জমে ওঠেছে সিলেটের ঈদবাজার। রমজানের আগে থেকেই সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান পর্যাপ্ত মজুদ করলেও বঙ্গবাজারের ঘটনার পরই বাড়িয়ে দিয়েছেন সকল পণ্যের দাম।
মার্কেট ও বিপনীবিতানে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বিকিকিমি কম- দাবি বিক্রেতাদের। তবে বড় শো রুমগুলোর চিত্র কিছুটা ভিন্ন। ঈদের আগেই জমজমাট ব্যবসা তাদের।
এদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সিলেটে ঈদের বাজেটে কাঁটছাটের পাশাপাশি একাধিক পোশাক কিনতে বিরত থাকছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা। বেশির দামের অভিযোগতো রয়েছেই।
এদিকে এবারের রমজানের আগে বিপুল সংখ্যক প্রবাসী দেশে এসেছেন। ফলে গেলো ১৫/১৬ বছরের চেয়ে বেশি ব্যবসা হয়েছে বলে আনন্দিত দোকানীরা।
বেচাকেনা পরিস্থিতি দেখে বন্যা ও করোনার লোকসান কাটিয়ে উঠার প্রত্যাশা তাদের।