ঈদ উপলক্ষে নতুন করে সেজেছে পর্যটন শহর রাঙামাটি

- আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৭৭০ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে নতুন করে সেজেছে পর্যটন শহর রাঙামাটি। প্রস্তুত স্থানীয় আবাসিক হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো। ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নামবে এমনটাই আশা ব্যবসায়ীদের। ইতোমধ্যে আবাসিক হোটেলগুলোর বেশিরভাগ আগাম বুকিং হয়ে গেছে।
সাপ্তাহিক বন্ধ সহ এবার ঈদুল ফিতরে টানা ছয়দিনের ছুটি। তীব্র গরম আর যান্ত্রিক জীবনের ভোগান্তি কাটিয়ে ঈদ ছুটিতে অবকাশ যাপনে বের হবেন অনেকে । ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলতে তারা যাবে প্রকৃতির কাছে। তাই পর্যটক বরণে দেশের অন্যতম পর্যটন শহর রাঙামাটিও সেজেছে নতুন সাজে। ধোয়া মোছা শেষে প্রস্তুত হচ্ছে পর্যটন কেন্দ্র, আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো।
ইতোমধ্যে হোটেল মোটেলগুলোতে ৫০ শতাংশ আগাম বুকিং দেয়া হয়েছে। আবহাওয়া ভালো থাকলে পর্যটক আরো বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পর্যটকের আনা গোনায় আবারো মুখর হয়ে উঠবে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। প্রাণ ফিরে পাবে পর্যটন শিল্প প্রত্যাশা ব্যবসায়ীদের।