স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে, তছনছ করে দেবে দেশের উন্নয়ন-অগ্রগতি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে দেশের সব উন্নয়ন-অগ্রগতি তছনছ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘসময় ধরে গণতান্ত্রিক ধারা এবং স্থিতিশীলতা রয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ ভালো থাকলেই নিজে ভালো থাকার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীত্ব নয়, জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।
ঈদুল ফিতর উপলক্ষে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। এতে যোগ দেন ব্যবসয়ী, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিশিষ্টজনরা।
শুভেচ্ছো বিনিময়ের সময় দেয়া বক্তব্যের শুরুতেই সকলকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের মাঝেই নিজের পরিবারের স্বজনদের খুঁজে পাই। ১৯৭৭ সালে কথিত সেনাবিদ্রোহ দমনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যেনো আর দুঃশাসনের দিন না ফিরে আসে।
বিভিন্ন মার্কেটে আগুন লাগার কথা স্মরণ করে অতীতের আগুনসন্ত্রাসীদের জড়িত থাকার আশংকা ক্ষতিয়ে দেখার কথা জানান সরকার প্রধান। দেশের উন্নয়ন আর অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।