ঝিনাইদহে দেখা দিয়েছে ব্রয়লার মুরগির বাচ্চা সংকট
- আপডেট সময় : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে দেখা দিয়েছে ব্রয়লার মুরগির বাচ্চা সংকট। সেই সাথে বাচ্চা ও খাদ্যের উচ্চমূল্যের কারণে একের পর এক বন্ধ হচ্ছে খামার। বাচ্চা উৎপাদনকারী কোম্পানীগুলো বাজার নিয়ন্ত্রণ করায় কৃত্রিম সমস্যা তৈরী হয়েছে। এমন অভিযোগ ব্যবসায়ী ও খামারীদের। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এ সমস্যা সমাধানে প্রাণিসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন।
জেলার শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের মুরগির খামারী আক্কাস আলী। প্রায় দশ বছর ধরে করে আসছেন মুরগি পালন। চারটি সেটে ৮ হাজার মুরগি পালনের জায়গা থাকলেও বাচ্চা সংকটে ফাঁকা রয়েছে ৩ মাস। গেল কয়েক মাস আগেও লোকসান হয়েছে ৪ লাখ টাকা। কিন্তু বাচ্চা সংকট ও দাম বেশি হওয়ায় নতুন করে খামারে বাচ্চা উঠাতে পারছেন না তিনি।
আক্কাস আলীর মত শত শত ছোট বড় খামার এখন বন্ধ প্রায়। মুরগির দাম ও চাহিদা বৃদ্ধি হলেও বন্ধ রয়েছে জেলার প্রায় ৬০ ভাগ খামার। বাচ্চা না পাওয়ায় নতুন করে উৎপাদনে আসতে পারছেন না ঝিনাইদহের ক্ষুদ্র খামারীরা। এতে বাজারেও মুরগির দাম রয়েছে নাগালের বাইরে।
প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা বলছেন, সংকট মোকাবিলায় উর্দ্ধতন কর্মকর্তারা কাজ করছেন। সরকার তথ্য মতে, জেলার ৬ উপজেলায় ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগির খামার রয়েছে ২ হাজার ৭শ’ ৭৪টি।